হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় উইন্ডিজদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। তার আগে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানেইজ, শাই হোপ (অধিনায়ক, উইকেটরক্ষক), রস্টন চেইজ, শারফেইন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খ্যারি পিয়েচে ও জেইডেন সিলস।