Connect with us

top1

তারেক রহমানের দেশে না আসতে পারার কারণ জনগণকে জানানো উচিত -মির্জা গালিব

Published

on

ডেস্ক নিউজ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার পার্সন তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না তা দেশবাসীকে জানানো উচিত বলে মন্তব্য করেছেন হওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মির্জা গালিব।

রবিবার (৩০ নভেম্বর) রাত দশটা নাগাদ নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে দেয়া একটি স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। সেখানে তিনি বলেন, তারেক রহমান কেন দেশে আসতে পারতেছেন না, এইটার ডিটেইলস দেশবাসীকে জানানো উচিত। এইটা শুধু উনার ব্যক্তিগত ইস্যু না, এইটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে রিলেটেড।   

তিনি আরো বলেন, দেশের সবচাইতে বড় দলের ভারপ্রাপ্ত প্রধানকে আজকে যে বা যারা তার নিজের দেশে আসতে বাধা দিচ্ছে, আগামী দিনে উনি প্রধানমন্ত্রী হইলে তারা দেশের স্বার্থবিরোধী কিছু করতে উনাকে চাপ দিবেন না, তার গ্যারান্টি কি?

প্রসঙ্গত, সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আবারও আলোচনায় আসে। এ নিয়ে তারেক রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি স্ট্যাটাসে তার দেশে ফেরার বিষয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে মির্জা গালিব এমন মন্তব্য করেন বলে ধারণা করছেন নেটিজেনরা।

তারেক রহমান নিজের দেশে ফেরার বিষয়ে সেই ফেসবুক স্ট্যাটাসে বলেন, এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা যে কোন সন্তানের মত আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মত এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *