রাজনীতি

‘তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে’

Published

on

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান একে ইতিবাচক হিসেবে দেখছেন।

বিবিসি বাংলাকে আজ বৃহসম্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, ‘একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি।’

তবে এই প্রত্যাবর্তনের পর তারেক রহমানের পরবর্তী পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে জামায়াত জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন, অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কীভাবে করবেন— এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।’

একই বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসিকে জানান, তিনিও তারেক রহমানের দেশে ফেরার ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে তিনি মনে করেন, তারেক রহমান কীভাবে ভূমিকা রাখেন, তার ওপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version