ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের দেওয়া গানম্যান (নিরাপত্তারক্ষী) গ্রহণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
তিনি জানিয়েছেন—দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে কেবল নির্দিষ্ট কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে বিশেষ নিরাপত্তা দেওয়ার যে উদ্যোগ, সেটি ন্যায়সঙ্গত নয়।
এক বিবৃতিতে সাদিক কায়েম বলেন, সাম্প্রতিক “জুলাই বিপ্লব”–এর পর জনগণের প্রত্যাশা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ-পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন- শীর্ষ সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সাধারণ মানুষ হত্যাকাণ্ডের শিকার হলেও খুনিরা ধরাছোঁয়ার বাইরে,
অথচ ব্যক্তিগত নিরাপত্তার নামে গানম্যান দেওয়ার প্রস্তাব দেয়া হচ্ছে যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।
দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি
সাদিক কায়েম স্পষ্টভাবে জানিয়েছেন- ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করা তার কাছে গ্রহণযোগ্য নয়, যখন দেশের ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে। তিনি একটি “নিরাপদ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ” গড়ার দাবি পুনর্ব্যক্ত করেন।
এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরও একই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। সরকার সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের নিরাপত্তার স্বার্থে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। একই ধারাবাহিকতায় সাদিক কায়েমকেও অবহিত করা হলেও তিনি প্রস্তাব গ্রহণ করেননি।