দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ঝুলে থাকা নবম জাতীয় পে-স্কেল নিয়ে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এ লক্ষ্যে জাতীয় বেতন কমিশনের পূর্ণাঙ্গ সভা আজ দুপুর ১২টায় সচিবালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আজকের বৈঠকে গ্রেড সংখ্যা, বেতন কাঠামোসহ নবম পে-স্কেলের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সভায় কমিশনের সদস্যরা বিদ্যমান বিভিন্ন মতভেদ নিরসনের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন।
বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড চালু রয়েছে। তবে কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব আলোচনায় আসতে পারে। এ বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে ভিন্নমত রয়েছে।
কমিশনের একাংশের মত হলো, বিদ্যমান ২০টি গ্রেড কাঠামো বহাল রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করাই উত্তম হবে। অন্যদিকে আরেকটি অংশ মনে করছে, বেতন কাঠামোকে সহজ ও বাস্তবসম্মত করতে গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টিতে নামিয়ে আনা প্রয়োজন।
জাতীয় বেতন কমিশন জানিয়েছে, নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামত গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। ইতোমধ্যে কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
কমিশন সূত্র আরও জানায়, আজকের পূর্ণ সভায় অবশিষ্ট বিষয়গুলোতেও সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে। একই সঙ্গে সভা শেষে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার চূড়ান্ত সময়সূচিও নির্ধারণ করা হতে পারে।