ক্যাম্পাস

নিয়ম ভেঙে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে ভিপি প্রার্থী আবিদ

Published

on

ডাকসু নির্বাচনে নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে ঢুকেছেন বলে অভিযোগ ওঠেছে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রের জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান।

এ সময় তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রার্থীদের জন্য কোন কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সংবাদ মাধ্যমকে বলেন, ‘প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’

এদিকে আবিদের দাবি— দায়িত্বরত রিটার্নিং অফিসারের অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করেছে।

এরআগে সকাল ৮টায় আনন্দঘন পরিবেশে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version