খেলাধুলা

পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ!

দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিছিয়ে গেল বাংলাদেশ-ভারত সিরিজ। দুই দেশের বোর্ডের আলোচনায় সেই সিরিজ অনুষ্ঠিত হবে আগামী বছরের সেপ্টেম্বরে।

চলতি বছরের আগস্টে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো ভারতীয় ক্রিকেট দলের। তবে গুঞ্জন উঠেছিলো বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে সফরে আসতে চাচ্ছে না ভারতীয় দল। তবে দীর্ঘ আলোচনা শেষে এইবার সেই গুঞ্জন সত্যি হলো। দুই দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচীর কারণে সেই সিরিজ এখন পিছিয়ে মাঠে গড়াবে আগামী বছরের সেপ্টেম্বরে।

আগামী বছরের সেপ্টেম্বরে প্রতীক্ষিত এই সিরিজে ভারতীয় দলকে স্বাগত জানাতে মুখিয়ে আছে বিসিবি। সফরের পুনঃনির্ধারিত সূচি যথা সময়ে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, মিরপুর ও চট্টগ্রামে আগস্টের তৃতীয় ও শেষ সপ্তাহে ৩ ওয়ানডে আর ৩ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ ও ভারতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version