top1

পুতিনের সঙ্গে বৈঠকে যাচ্ছেন ট্রাম্পের দূত

Published

on

রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান টানতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তিচুক্তি নিয়ে সমঝোতায় এসেছে ইউক্রেন। গত সপ্তাহে কিয়েভের কাছে যুক্তরাষ্ট্রের উপস্থাপন করা ২৮ দফা পরিকল্পনার ওপর ভিত্তি করে এ সাধারণ বোঝাপড়া তৈরি হয়েছে। যা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তারা সপ্তাহান্তে জেনেভায় বৈঠক করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘মূল পরিকল্পনাটি উভয় পক্ষের অতিরিক্ত মতামত নিয়ে আরও সূক্ষ্মভাবে সংশোধন করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘আমি আমার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছি এবং একই সময়ে সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকোল ইউক্রেনীয়দের সঙ্গে বৈঠক করবেন।’

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ জানান, তিনি আশা করেন ড্রিসকোল এই সপ্তাহেই কিয়েভ সফরে আসবেন।ক্রেমলিন আগে জানিয়েছিল, নতুন খসড়া চুক্তি নিয়ে এখনও রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং তারা গত সপ্তাহের পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন এলে তা মেনে নাও নিতে পারে।রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‘মস্কো যদিও যুক্তরাষ্ট্রের প্রাথমিক কাঠামোটির পক্ষে ছিল, তবে এতে বড় ধরনের পরিবর্তন আনা হলে পরিস্থিতি ভিন্ন হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version