রাজনীতি

বগুড়া ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ-শিবির, অভিযোগ পদবঞ্চিতদের

ছবি: সংগৃহীত

বগুড়ায় সদ্যঘোষিত ছাত্রদলের তিনটি ইউনিট কমিটিতে রাজনৈতিক প্রতিপক্ষ সংগঠনগুলোর নেতাকর্মীদের অর্থের বিনিময়ে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। জেলা ছাত্রদলে ১৮ জন, শহর ছাত্রদলে তিনজন ও সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলে দু’জন রয়েছেন বলে অভিযোগ এনেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের।

আজ বুধবার (১৮ জুন) এ বিষয়ে জেলা বিএনপির মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৪ জুন বগুড়া জেলা ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮টি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরদিন ৫ জুন পদবঞ্চিত বেশ কয়েকজন নেতা-কর্মী শহীদ খোকন পার্কে আমরণ অনশন শুরু করেন। সন্ধ্যায় জেলা বিএনপির নেতারা সেখানে গিয়ে আলোচনা করে তাঁদের অনশন ভাঙিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে যান। এরপর গতকাল মঙ্গলবার পদবঞ্চিত নেতা-কর্মীদের পক্ষে নাসিরুদ্দিন মামুন, আলমগীর হোসেন, শাহরিয়ার পারভেজ শাকিল ও রুবেল মিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জেলা বিএনপির সভাপতির কাছে জমা দেন।

লিখিত অভিযোগে তাঁরা বলেন, ‘আমরা দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। হামলা, মামলা, নির্যাতন এমনকি গুলিবিদ্ধও হয়েছি। অথচ সদ্যঘোষিত জেলা ছাত্রদল কমিটিতে অনেককেই অর্থের বিনিময়ে পদায়ন করা হয়েছে। যারা অতীতে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল, জামায়াত-শিবির ঘরানা থেকে এসেছে এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর দলে যোগ দিয়েছে।’

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘বগুড়া জেলা ছাত্রদলের কমিটি সারা দেশে মডেল হওয়ার কথা। কিন্তু সদ্যঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আওয়ামী লীগের দোসর, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও হাইব্রিডদের স্থান দেওয়া হয়েছে।’ এতে বগুড়া জেলা ছাত্রদলে ১৮ জন, শহর ছাত্রদলে তিনজন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলে দুজনসহ মোট ২৩ জনের বিষয়ে তথ্যপ্রমাণ অভিযোগের সঙ্গে সংযুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version