top2

ববিতে চলমান সংকটের সমাধান না পেয়ে উপাচার্যকে পাঠানো হলো ‘মূলা’

Published

on

ডেস্ক নিউজ 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান বিভিন্ন সংকটের প্রতিবাদে এবং দ্রুত সমাধানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রতীকী ‘মূলা’ পাঠিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন ববি শাখার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ সংগঠনটির নেতাকর্মীরা এ প্রতীকী মূলা পাঠান। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, শ্রেণিকক্ষে আসনসংকট, আবাসন সমস্যা, লাইব্রেরি সংকট ও খেলাধুলার মাঠের অভাবসহ একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা চলমান রয়েছে।

ববি শাখা ইসলামী ছাত্র আন্দোলন প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা সংকট চলমান থাকলেও আমরা এর কোনো কার্যকর সমাধান দেখতে পাচ্ছি না। প্রশাসন একের পর এক শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, যা এখন ‘মূলা’তে পরিণত হয়েছে। এই মূলা নিতে নিতে আমরা বিরক্ত। তাই আজ প্রতীকী প্রতিবাদ হিসেবে সেই ‘মূলা’ই প্রশাসনকে ফিরিয়ে দিলাম। আশাকরি এতে প্রশাসনের টনক নড়বে এবং তারা বাস্তবসম্মত সমাধানের দিকে এগোবে।

সংগঠনটির সভাপতি হাসিবুল হোসাইন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে নানামুখী সংকট বিরাজ করছে কিন্তু তার কোনো প্রতিকার নেই। একমাত্র খেলার মাঠটি অব্যবস্থাপনায় পড়ে আছে, শিক্ষকদের পদোন্নতি ও বেতন-সংক্রান্ত জটিলতা চলছে, ক্যাম্পাসের রাস্তাগুলোর বেহাল দশা—এসব বিষয়ে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ নেই। আমরা এসব সংকটের দ্রুত সমাধান দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version