top2

বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৫০ নেতাকর্মী

Published

on

বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের হাতে ফুলের তোড়া দিয়ে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রায় ৫০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এনসিপি জেলা কমিটির নির্বাহী সদস্য সুকমার দেওয়ানের নেতৃত্বে বিএনপিতে যোগ দেন তারা।

যোগদানকৃত সকলেই জুরাছড়ি ও সদর উপজেলার নেতাকর্মী বলে জানা গেছে।

যোগদান উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক ও দলের মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন নেতাকর্মীরা।

এ সময়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপি সভপাতি দীপন তালুকদার, সহসভাপতি সাইফুল ইসলাম পনিরসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপি রাঙামাটি জেলার আহ্বায়ক বিপিন চাকমা বলেন, সুকুমার দেওয়ান ছাড়া আর কেউ এনসিপির সঙ্গে জড়িত নয়। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আগেই শোকজ করা হয়েছে সুকুমার দেওয়ানকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version