জাতীয়

বিভক্তির কারণেই সাংবাদিকরা রাজনীতিকদের পকেটে ঢুকে পড়েন: মির্জা ফখরুল

Published

on

‘বিভক্তি ও দলীয় আনুগত্যের কারণে’ বহু সাংবাদিক নিজেরাই বিভিন্ন রাজনীতিকের প্রভাববলয়ে ঢুকে যান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (সোমবার, ২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি।

মতবিনিময়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বিভক্তির কারণে কয়েক দফায় বিভিন্ন গণমাধ্যম নিজেরাই ফ্যাসিবাদকে রক্ষা করতে উদ্যোগী হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের প্রকৃত সংস্কার নির্ভর করে রাষ্ট্রকাঠামোর অবস্থার ওপর। হৃদয়ে সংস্কারের মানসিকতা না থাকলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না।’

মির্জা ফখরুল অভিযোগ করেন, বিগত সরকারের আমলে অনেক গণমাধ্যম রাজনৈতিক দলের ভেতরে গিয়ে অবস্থান নিয়েছিল। রাজনৈতিক দলগুলো সাধারণত গণমাধ্যম কর্মীদের দলে নিতে চায় না, তবে অনেকে ব্যক্তি উদ্যোগেই রাজনৈতিক কর্মী হয়ে যান। বিএনপি ভবিষ্যতে সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমকর্মীদের দাবি-দাওয়া বিবেচনায় নিয়ে ইতিবাচক পরিকল্পনা গ্রহণ করবে বলেও আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version