এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমার সামনে যারা বসে আছেন, তারা খেটে খাওয়া বাবার সন্তান। এখানে কেউ এমপি-মন্ত্রী বা সচিবের ছেলে এসে বসেনি। এখানে যারা বসছে, প্রত্যেকেই “ব্লাডি সিটিজেন”। যারা দেশের জন্য রক্তের প্রয়োজন হলে রাস্তায় আসে, যারা দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় আসে। আপনাদের রক্তের ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আমরা বুর্জোয়াদের হাতে দেশটা আর তুলে দেব না।’
আজ রোববার সকালে কুমিল্লার দেবিদ্বার পৌর মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, যে বয়সে আমাদের একটা নির্ভার জীবন কাটানোর কথা, পরিবারকে সময় দেওয়ার কথা, মা-বাবার কাছে নিরাপদে থাকার কথা; সেই বয়সে আমাদের রাজপথে, আদালতের বারান্দায় দিন কাটে। এই বয়সেও আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়। আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরব কিনা, সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কিনা। এ সময় তিনি শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, গত ১৭ বছরে এই মাঠ সহজ ছিল না। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৪ সালে যেভাবে ভোট চুরি করা হয়েছে, ২০১৩ সালে শাপলা চত্বরে নির্মমভাবে গণহত্যা করা হয়েছে, প্রতিটি নৈতিক আন্দোলনে যেভাবে দমনপীড়ন চালানো হয়েছে, এই রক্তের মধ্য দিয়ে আজকের এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আমরা এই দেবিদ্বারকে আর কখনোই কারও ‘মানি মেশিন’ হতে দেব না।
দেবিদ্বার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জাতীয় ছাত্রশক্তির দেবিদ্বার উপজেলা প্রতিনিধি মো. হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।