top1

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের রাশ টানল মার্কিন সিনেট

Published

on

ভেনেজুয়েলায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে সামরিক ব্যবস্থা নেওয়ার লাগাম টেনে ধরছে মার্কিন সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার আমেরিকার পার্লামেন্টের উচ্চকক্ষে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১০০ সদস্যের সিনেটে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবটি এগিয়ে নেওয়ার পক্ষে ৫২টি ভোট পড়ে। আর বিপক্ষে পড়ে ৪৭টি ভোট। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট ট্রাম্পের নিজ দলীয় বেশ কয়েকজন আইনপ্রণেতা ডেমোক্র্যাটদের সাথে একাত্মতা প্রকাশ করে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

সম্প্রতি কারাকাসে এক নাটকীয় সামরিক অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার মাত্র কয়েকদিন পরই এই ভোটাভুটি অনুষ্ঠিত হলো।

গত সেপ্টেম্বর থেকে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার নৌযানগুলোতে হামলার মাধ্যমে ট্রাম্প প্রশাসন সামরিক চাপ বাড়াতে শুরু করে। গত বছরও এমন দুটি প্রস্তাব সিনেটে উত্থাপন করা হয়েছিল, কিন্তু ট্রাম্পের রিপাবলিকান সহযোগীরা তখন তা আটকে দিয়েছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version