ক্যাম্পাস

মারা গেলেন অবসরপ্রাপ্ত ড. ইয়াহইয়ার রহমান, শোক প্রশাসন ও ছাত্র সংগঠনের

Published

on

ক্যাম্পাস প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ড. ইয়াহইয়ার বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ওয়া উলূমুল কুরআন বিভাগ এবং উলূমুত তাওহীদ ওয়াদ দাওয়াহ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯৭ সালের নভেম্বর থেকে ১৯৯৯ সালের অক্টোবর পর্যন্ত তিনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও ছিলেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৯ সালে অবসর গ্রহণ করেন।

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ‘ড. ইয়াহইয়ার রহমান আমাদের বিভাগের কুষ্টিয়া ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ দুপুর আড়াইটায় তিনি ইন্তেকাল করেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

এদিকে তাঁর মৃত্যুতে জামাতপন্থী শিক্ষক সংগঠন গ্রীন ফোরাম এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোও শোক বার্তা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version