“ECHO OF PALESTINE: VOICE OF THE VOICELESS”-এই প্রতিপাদ্যে মালয়েশিয়ার কেলান্তানে অনুষ্ঠিতব্য INTERNATIONAL MUSLIM YOUTH SUMMIT KELANTAN (I-MYSK) সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম। বৃহস্পতিবার (১৯ জুন) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটি।
মালেশিয়ান প্রেস ওয়ার্ল্ড বরাত জানা যায়, আগামীকাল এবং পরশু ( ২০-২১ জুন) ৩০ টিরও বেশি দেশের প্রায় ১৫০ জন অংশগ্রহণ করবেন।কেলান্তান রাজ্য যুব, ক্রীড়া, এনজিও এবং কমিউনিটি ঐক্য কমিটির চেয়ারম্যান জামাখশারী মুহাম্মদ বলেন, “সম্মেলনে ফিলিস্তিন, তুরস্ক, পাকিস্তান, মিশর, যুক্তরাজ্য, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ফিলিপাইনের মতো দেশগুলির পাশাপাশি ৫০ টিরও বেশি এনজিও অংশগ্রহণ করবে।”
“এটিকে একটি কৌশলগত, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর পদ্ধতির মাধ্যমে ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে সমর্থন করার জন্য সুনির্দিষ্ট সমাধান এবং নতুন বাস্তব ধারণা তৈরি করবে,” তিনি মঙ্গলবার দারুলনাইম সিটি কমপ্লেক্সে সাংবাদিকদের এসব কথা বলেন।
জামাখশারি বলেন, “এই অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ থাকবে, তা হল ১০,০০০ “আনতুকমু ফিলিস্তিনি” সমাবেশ, যা শনিবার রাত ৯ টায় সুলতান মুহাম্মদ চতুর্থ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “এই সমাবেশ জনসাধারণের জন্য উন্মুক্ত এবং এর লক্ষ্য হল শান্তির সমর্থনে এবং ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে ১০,০০০ এরও বেশি মালয়েশিয়ানকে একত্রিত করা।”
উল্লেখ্য, ফিলিস্তিনের চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বে সচেতনতা গড়ে তোলা, ঐক্য প্রতিষ্ঠা এবং নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এ সম্মেলনের আয়োজন বলে জানা গেছে।