Connect with us

top2

রাজধানীতে আজকের কর্মসূচি

Published

on

ঢাকার সড়কগুলোতে প্রতিদিনের মতো আজও নানা কর্মসূচি ঘিরে যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা রয়েছে। তাই বাইরে বের হওয়ার আগে কোথায় কী অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচি আছে তা জানা থাকলে কিছুটা স্বস্তিতে চলাফেরা করা সম্ভব।

শনিবার (১ নভেম্বর) সকালে ঢাকায় যে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে, তা নিচে তুলে ধরা হলো—

রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের মিলনায়তনে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে ‘৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ৯টায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম অ্যালামনাই আয়োজন করা হয়েছে। সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান অনলাইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ. ম. খালিদ হাসানসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত থাকবেন।

বিএনপি মহাসচিবের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা দলের সভা
জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সকাল সাড়ে ৮টা থেকে শাহবাগ চত্বরে (জাতীয় জাদুঘর সংলগ্ন) অনুষ্ঠিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-এ সকাল সাড়ে ১০টায় শুরু হবে ‘জুলাই সনদ বাস্তবায়নে করণীয়’ বিষয়ক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *