Connect with us

top1

রাশিয়াকে ইইউ এর নিষেধাজ্ঞা, চীনের নিন্দা

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই নিষেধাজ্ঞায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। দেশটি জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য নিষেধাজ্ঞায় নয় বরং সংলাপ এবং আলোচনাই কার্যকর উপায়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক বিবৃতিতে জানান, চীন দৃঢ়ভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করছে এবং চীন বর্তমান কোন সংকটের স্রষ্টা, বা এর কোন পক্ষও নয়।

এসময় তিনি ইইউর প্রতি আহ্বান জানিয়ে বলেন, চীন সম্পর্কে এমন কোনো ইস্যু তৈরি করবেন না যা চীনের স্বার্থকে অবমূল্যায়ন করে ।

এর আগে ইইউ কমিশনের ভাইস-প্রেসিডেন্ট কাজা ক্যালাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, তারা নিষেধাজ্ঞার ১৯তম প্যাকেজ ঘোষণা করেছেন। প্যাকেজটির আওতায় থাকবে রাশিয়ার ব্যাংক ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ক্রিপ্টো এক্সচেঞ্জ, ভারত ও চীনের অনেক প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সমাধানের চেষ্টা চালান, তবে রাশিয়ার আক্রমণে তা ভন্ডুল হয়ে যায়। শান্তি প্রচেষ্টার প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ায় রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে ইউরোপ এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *