ডেস্ক নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় সারা দেশে আইনশৃঙ্খলা ব্যবস্থা কেমন হবে তা নিয়ে সব মহলেই চলছে আলোচনা। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকেও আয়োজনের কমতি নেই। সম্প্রতি সারা দেশে পুলিশ বাহিনীকে নতুনভাবে সাজাতে একাধিক বৈঠকের খবরও চাউর ছিল। সারা দেশে কীভাবে বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পোস্টিং দেওয়া হবে সেটাও গুরুত্ব পেয়েছে অনুষ্ঠিত ওইসব বৈঠকে। এমন পরিস্থিতিতে গত শনিবার সন্ধ্যায় ৩৫ হেয়ার রোডের একটি বাসায় জরুরি বৈঠকে বসে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি। সেখানে কোনো সিদ্ধান্তে না পৌঁছতে পেরে আবারও বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই বৈঠকে সারা দেশে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) পোস্টিং বা পদায়নে সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছিল একাধিক সূত্র। সেই ধারাবাহিকতায় গতকাল সোমবার ৬৪ জেলায় লটারির মাধ্যমে পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় লটারি অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমা গনিসহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এমন সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন ইন্টারপোলের ৯৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে মরক্কোতে অবস্থান করছেন আইজিপি বাহারুল আলম। এ নিয়ে চাপা অসন্তোষ বিরাজ করছে পুলিশ বাহিনীর মধ্যে।
সূত্র জানিয়েছে, সারা দেশে পুলিশ সুপার পদায়নের ক্ষেত্রে বিসিএসের ২৫, ২৭ ও ২৮ এই তিনটি ব্যাচকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ৬৪ জেলার পুলিশ সুপার প্রদানের জন্য ৬৪ জন পুলিশ সুপারকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাছাই করা হয়। বড় জেলা, উন্নত জেলা এবং ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় এ, বি, সি ক্যাটাগরিতে ৬৪ জন পুলিশ সুপারকে বাছাই করা হয়। পাশাপাশি পুলিশ সুপারদের যোগ্যতা, দক্ষতা ও সততা বিবেচনায় কেউ কেউ তিন ক্যাটাগরির লটারিতে বাদ পড়ে যান।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বেলা ১১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিব পুলিশ সুপারদের পদায়নের ফাইল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। লটারির মাধ্যমে নির্বাচিতদের পদায়নের জন্য প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সূত্র জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুসারে সেখানেই লটারি অনুষ্ঠিত হয়েছে। আমাদের কাছে ফাইল এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র থেকে জানা যায়, ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার প্রদানের জন্য সারসংক্ষেপ তৈরি করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্র জানায়, নতুন যে ৬৪ জন এসপির তালিকা করা হয়েছে তাদের মধ্যে বর্তমানে কর্মরত ৫০ জেলার পুলিশ সুপারকে বহাল রেখে অন্য জেলায় বদলি করা হয়েছে। ১৪ জন নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, নতুন নিয়োগ পাওয়া ১৪ জন পুলিশ সুপারের মধ্যে ৪ জন বিসিএস ২৫ ব্যাচের এবং ১০ জন ২৭ ব্যাচের ।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ২৭ জনকে ‘এ’ ক্যাটাগরির জেলা, ৮ জনকে ‘বি’ ক্যাটাগরি এবং ৯ জনকে ‘সি’ ক্যাটাগরিতে নির্বাচিত করে আলাদা আলাদা লটারি করা হয়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, লটারিতে ঢাকার পুলিশ সুপার হিসেবে পঞ্চগড়ের পুলিশ সুপার মুন্সী মিজানুর রহমানের নাম উঠেছে। আর ঢাকার পুলিশ সুপার আনিসুর রহমান কুমিল্লায় এবং গাজীপুরের পুলিশ সুপার ড. সাদেক জামালপুরে যাচ্ছেন। আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র আরও জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার নিয়োগের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হলো।