top1

শহীদ হাদির আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী

Published

on

দুর্বৃত্তের গুলিতে নিহত জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির আসনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার (২৮ ডিসেম্বর) দলের যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরিফুর রহমান তুহিন বলেন, শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। আরেক বিপ্লবী নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে এ আসনে লড়বেন।

এর আগে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। ওই আসন থেকে প্রচার-প্রচারণাও চালিয়ে আসছিলেন তিনি।

এদিকে জামায়াতে ইসলামী ও সমমনা আট দলের সঙ্গে নতুন করে এনসিপি ও এলডিপি যোগ দিয়েছে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে আজ সংবাদ সম্মেলন করবে এনসিপি। তবে জামায়াতের হয়ে ঢাকা-৮ আসনে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দীন। এ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার কথা রয়েছে। জামায়াত ও এনসিপির মধ্যে আসন সমঝোতা হলে এ আসনে কী হবে তা নিয়ে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version