top1

সুদানে আশ্রয়কেন্দ্রে আরএসএফের ড্রোন হামলা, নিহত ৬০

Published

on

আন্তর্জাতিক ডেস্ক

সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ এল-ফাশার শহরে একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনী। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রতিরোধ কমিটি এটাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।

এক প্রতিবেদনে বিবিসি বলছে, শনিবার (১১ অক্টোবর) আরএসএফ একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে অবস্থিত একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে হামলা চালায়। হামলায় ৬০ জন নিহত হয়েছেন। সেখান থেকে মরদেহগুলো এখনও উদ্ধার করা যায়নি বলে খবরে বলা হয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় আড়াই কোটি মানুষ তীব্র দুর্ভিক্ষের মুখে পড়েছেন।

আরএসএফের দখল এড়াতে দারফুরের বিশাল অঞ্চলের শেষ রাজ্য রাজধানী এল-ফাশার, পশ্চিমে আধাসামরিক বাহিনী ক্ষমতা সংহত করার চেষ্টা করার সময় যুদ্ধের সর্বশেষ কৌশলগত ফ্রন্ট হয়ে উঠেছে। শহরের অবস্থা এতটাই খারাপ যে, মানবাধিকার কর্মীরা এটি ‘একটি খোলা আকাশের নীচে মর্গ’ হিসেবে বর্ণনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version