top1

স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান-সংঘর্ষ, আটক ৬

Published

on

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে নগরের পাহাড়তলীর সাগরিকাস্থ স্টেডিয়ামে। সংঘর্ষের পর পুলিশ সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে।

আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে—মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন
বৃষ্টি নিয়ে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় ছয়জনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “যারা হামলার শিকার বলে দাবি করছেন, তারা থানায় এসে অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, আহতদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে দাবি করে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এক বিবৃতিতে জানায়—খেলার সময় সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শন এবং ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির সমন্বয় কমিটির সদস্য রিদুয়ান হৃদয় অভিযোগ করেন, “ঘটনার পেছনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তাদের সহযোগীরা জড়িত। স্লোগান ও প্ল্যাকার্ড দেখে প্রতিবাদ জানালে তারা অতর্কিত হামলা চালায়। এতে জুলাই যোদ্ধাসহ অন্তত ১০ জন আহত হন।” তিনি আরও জানান, গুরুতর আহত তিনজন এখন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। এনসিপি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।

পুলিশ বলছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সময়কার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version