top1

হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ২১, আহত অনেকে

Published

on

স্পেনের দক্ষিণাঞ্চলে কর্দোবা শহরের কাছে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ২১, আহত অনেকে যাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। খবর সিনহুয়া।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে সোমবার (১৯ জানুয়ারি) জানান, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে কয়েকটি গণমাধ্যমে নিহতের সংখ্যা ২৫ বলা হয়েছিল।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাই-স্পিড ট্রেন কর্দোবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আদামুজ এলাকার কাছে অজ্ঞাত কারণে লাইনচ্যুত হয়। ওই ট্রেনে ৩১৭ জন যাত্রী ছিলেন।

লাইনচ্যুত ট্রেনটি পাশের লাইনে চলাচলরত মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি হাই-স্পিড ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় বলেন, ‘এই মর্মান্তিক রেল দুর্ঘটনার কারণে দেশ আজ গভীর বেদনায় রয়েছে।’ রাজপরিবারও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

দুর্ঘটনার পর আন্দালুসিয়া অঞ্চলের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও আহতদের সহায়তা করেন। উদ্ধারকাজে স্পেনের সামরিক জরুরি ইউনিটও অংশ নেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাকবলিত রুটে অন্তত মঙ্গলবার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, স্পেনে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ২০১৩ সালে। সে সময় একটি ট্রেন দুর্ঘটনায় ৭৯ জন নিহত হয়েছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version