ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ধরতে অপারেশন ডেভিল হান্ট ফেস-২ শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও, হাদির ওপর গুলি বর্ষণকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, নির্বাচনের প্রার্থীরা নিরাপত্তার জন্য চাইলে যেকোন সময় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। যাদের আগ্নেয়াস্ত্র জমা আছে, নিরাপত্তার স্বার্থে তারা সংগ্রহ করে নিতে পারবেন। এছাড়াও, জুলাইযোদ্ধাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে একটা কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিভাবে, কোন প্রক্রিয়ায় তাদের নিরাপত্তা দেওয়া যায়, তা নির্ধারণ করবে কমিটি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তার কোনো ঘাটতি বা ঝুঁকি নাই। তার নিরাপত্তা যতটুকু প্রয়োজন, তা দেওয়া হবে।
এর আগে সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে তথ্য চেয়ে অনুরোধ জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক ও কার্যকর তথ্যের জন্য উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানানো হয়।