ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে বড় অগ্রগতি। মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান দেশ ছেড়ে ভারতে পালিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। ভারতের মেঘালয় রাজ্যে তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
রোববার রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আগামী ৭–১০ দিনের মধ্যে চার্জশিট দেওয়ার আশা করছে পুলিশ।
পুলিশ জানায়, পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে ফয়সাল ও তার সহযোগীরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণে শুটার ও সহযোগীদের শনাক্ত করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার, ছয়জন দিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি।