top1

২২ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২৬ হাজার কোটি টাকা

Published

on

নভেম্বর মাসে প্রবাসী আয়ের প্রবাহ চোখে পড়ার মতোভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০ থেকে ২২ নভেম্বরের মধ্যে মাত্র তিন দিনেই দেশে এসেছে ১২৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি অর্থবছরের নভেম্বরের প্রথম ২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৪৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১ হাজার ৭১৫ মিলিয়ন ডলার, অর্থাৎ এবার বৃদ্ধির হার দাঁড়িয়েছে ২৪.৫ শতাংশ।

রেমিট্যান্সের এই গতি অব্যাহত থাকলে নভেম্বর মাস শেষে মোট প্রবাহ ৩ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

এছাড়া চলতি অর্থবছরের শুরু থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ১২ হাজার ২৮৪ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১০ হাজার ৬৫৩ মিলিয়ন ডলার, যা প্রবাসী আয়ে সামগ্রিক বৃদ্ধি স্পষ্ট করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version