top1

৩৩০ দুষ্কৃতিকারীর তালিকা প্রকাশ সিএমপির

Published

on

চট্টগ্রাম মহানগরীর ৩৩০ দুষ্কৃতিকারীর নাম-ঠিকানা প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। একইসঙ্গে মহানগরী এলাকা থেকে তাদের বহিষ্কার এবং পরবর্তী নির্দেশ না দেয়া এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার, ১৭ জানুয়ারি সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের জ্ঞাতার্থে উপস্থাপন করা যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীদেরকে (সংযুক্ত তালিকায় বর্ণিত ক্রমিক নং-০১ থেকে ক্রমিক নং-৩৩০ পর্যন্ত) মহানগরী এলাকা থেকে বহিষ্কার এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত দুষ্কৃতিকারী দলের সদস্যদেরকে চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হলো।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version