কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আবারও আন্দোলনে নেমেছেন।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়।প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে চারটি সংগঠনের শিক্ষক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— দশম গ্রেডে বেতন নিশ্চিত করা, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে জটিলতা দূর করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা দেওয়া।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “শনিবার শহীদ মিনারে প্রায় ২০ হাজার শিক্ষক দশম গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড এবং পদোন্নতির অধিকার আদায়ে অবস্থান নেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব। এবার রাজপথে দাবি আদায় করে তবেই ঘরে ফিরব।”