ডেস্ক নিউজ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের একাধিকবারের নির্বাচিত সভাপতি ও বাংলা বিভাগের অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯-এর ২৬(৫) ধারা অনুযায়ী ড. নিতাই কুমার ঘোষকে কলা অনুষদের ডিন হিসেবে আগামী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ আদেশ ৮ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে।
এবিষয়ে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবির বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে বেরোবি প্রশাসনের কর্মকাণ্ড দেখে মনে হয়, তারা আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের ফেরানোর দায়িত্ব নিয়েছেন। সর্বশেষ নীলদলের দুইবারের সভাপতি নিতাই ঘোষকে কলা অনুষদের ডিন বানিয়ে তারা আবারও সেই প্রমাণ দিলেন। জুলাই অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অনুষদের সিনিয়র অধ্যাপকই ডিন হন। আমরা সেই নিয়ম মেনেই তাঁকে নিয়োগ দিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, আমরা আইন অনুযায়ী এবং নিয়ম মেনে তাঁকে ডিন হিসেবে নিয়োগ দিয়েছি। কে ফ্যাসিস্ট বা কে নয়, সে বিষয়ে আমরা জানি না। অন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তালিকা দেয়, কিন্তু আমাদের এখানে কেউ জানায় না। শিক্ষার্থীরা না জানালে আমরা নিজে থেকে কিছু করতে পারি না। এসব বিষয় সিন্ডিকেট সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়।