কোপা দেল রের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে দ্বিতীয় স্তরের দল আলবাসেতে। বুধবার রাতে নিজেদের মাঠে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
নিয়মিত একাদশের বেশ কয়েকজন তারকাকে ছাড়া মাঠে নামা রিয়াল শুরু থেকেই ফিনিশিংয়ের সমস্যায় ভুগেছে। অন্যদিকে, ঘরের মাঠে কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে উজ্জীবিত ফুটবল উপহার দেয় আলবাসেতে।
ইউরোপের সফলতম ক্লাবটির রক্ষণে চিড় ধরিয়ে স্মরণীয় জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা।
চোট ও বিশ্রাম মিলিয়ে কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, রদ্রিগোসহ নিয়মিত আরও বেশ কয়েকজনকে ছাড়াই এই ম্যাচের স্কোয়াড সাজান রিয়ালের নতুন কোচ আরবেলোয়া। আলোন্সোর শেষ ম্যাচ থেকে একাদশে ছয়টি পরিবর্তন আনেন তিনি।
শাভি ভিয়ার গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই রিয়ালকে সমতায় ফেরান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে স্বাগতিকরা আবার এগিয়ে যায় হেফতে বেতানকরের গোলে।
চার মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে রিয়ালকে দ্বিতীয়বার সমতায় ফেরান গন্সালো গার্সিয়া। শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা বেতানকর।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো রেয়ালের বিপক্ষে জিতল আলবাসেতে।
দুই দলের আগের ১৪ দেখায় ১১টিতে জিতেছিল রিয়াল, ড্র হয়েছিল ৩টি।
এই হারের মাধ্যমে রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়ার শুরুটাও সুখকর হলো না। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হারের পরদিন গত শাবি আলোন্সোকে কোচের পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় আরবেলোয়াকে।