ডেস্ক নিউজ
শরীয়তপুর গোসাইরহাটে ১৫পিস ইয়াবাসহ জানে আলম মন্জু (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জুশুরগাঁও বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি পেশাদার একজন মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে আগেও গোসাইরহাট থানায় মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
আটককৃত জানে আলম উপজেলার নলমূড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাঁচকাঠি গ্রামের আব্দুর রহমান চৌকিদারের ছেলে।
গোসাইরহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সজীবুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জানে আলমের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। শুক্রবার আদালতে পাঠানো হবে।