top1

একদিনে  ৮০০ মামলার জামিন, ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

Published

on

ডেস্ক নিউজ 

অবকাশকালীন ছুটির সময়ে অস্বাভাবিক সংখ্যক মামলায় জামিন মঞ্জুর করায় হাইকোর্টের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যাখ্যা চাওয়া হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি হলেন- বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, সম্প্রতি দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ একদিনে ৮০০ মামলায় জামিন দিয়েছে। এক বেঞ্চে একদিনে এত মামলার শুনানি কীভাবে সম্ভব— তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে উপদেষ্টা পরিষদের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version