ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়া পাড়ায় তার বাসা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সম্প্রতি রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীরা গণমাধ্যমে অভিযোগ করেন, পরীক্ষায় সমস্যা সমাধনের কথা বলে অভিযুক্ত শিক্ষক তাদের বাসায় ডাকতেন এবং সেখানে শারীরিকভাবে অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।
এক শিক্ষার্থী জানান, পরীক্ষাসংক্রান্ত একটি ঘটনায় কথা বলার জন্য তিনি শিক্ষকটির বাসায় গেলে প্রথমে স্বাভাবিক আলাপের পর দরজা–জানালা বন্ধ করে লাইট নিভিয়ে দেওয়া হয়। এরপর তাকে আকাঙ্ক্ষিত নয় এমন শারীরিক স্পর্শের মুখে পড়তে হয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখানো হয়। ঘটনার পর তিনি শারীরিক ব্যথা, মানসিক চাপ ও ক্লাস–কার্যক্রমে অংশগ্রহণে সমস্যার কথা জানান।
অন্য এক শিক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষার বিষয়ে পরামর্শ নিতে গিয়ে তিনিও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন। আলো নিভিয়ে তাঁকে শার্টের বোতাম খুলতে এবং বেডে বসতে বলা হয়। এরপর তাকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শের সম্মুখীন হতে হয় বলে জানান তিনি।
ঘটনাটি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে এবং বর্তমানে অভিযুক্ত শিক্ষক একটি কোর্স নেওয়ায় তিনি স্বাভাবিকভাবে ক্লাস করতে পারছেন না।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, যেহেতু তিনি ক্যাম্পাসের বাইরে থাকেন, তাই আলাদা অনুমতির প্রয়োজন নেই। তবে বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। তদন্তের স্বার্থে তাকে থানায় নেওয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আপত্তি নেই।
পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীদের দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।