খেলাধুলা

এবারও চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, দলে একঝাঁক বিদেশি তারকা

গায়ানার গ্লোবার সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টির প্রথম আসরে চমক উপহার দিয়েছিল রংপুর রাইডার্স। পাঁচ দলের টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি।

এবার শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামতে যাচ্ছে দলটি। সে লক্ষ্য দলও গোছানো হয়ে গেছে তাদের। দেশি এবং বিদেশি তারকাদের সমন্বয়ে শক্তিশালী একটি দলই গড়েছে তারা।

গতবারের মতোই এবারও রংপুরের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। সেই আসরে সর্বোচ্চ রান করে টুর্নামেন্ট-সেরা হওয়া সৌম্য সরকারও আছেন দলে। দেশের ক্রিকেটারদের মধ্যে অতিথি হিসেবে এবারের আসরে রংপুরের সঙ্গী হচ্ছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি ও ইয়াসির আলি চৌধুরি।বিদেশি ক্রিকেটারদের মধ্যে ক্যারিবিয়ান অলরাউন্ডার মেয়ার্স, প্রোটিয়া স্পিনার শামসির সঙ্গে স্কোয়াডে আছেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ, আফগান টপ অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান, পাকিস্তানি পেসার আকিফ জাভেদ, পাকিস্তানি ব্যাটসম্যান খাজা নাফে ও যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং।

বাঁহাতি স্পিনার হার্মিত গত জিএসএলেও খেলেছেন রংপুরের হয়ে। ইফতিখার ও আকিফ এই দলের হয়ে খেলেছেন গত বিপিএলে। আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় আসর। পাঁচ দলের আসরে আরও খেলবে স্থানীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স, নিউ জিল্যান্ডের সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্ট্র্যাগস ও ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস।

রংপুর রাইডার্স স্কোয়াড- নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, আবু হায়দার রনি, রকিবুল হাসান, ইয়াসির আলি চৌধুরি, কাইল মেয়ার্স, তাব্রেইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাজা নাফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version