আন্তর্জাতিক

এবার মিয়ানমারে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

Published

on

অনলাইন ডেস্ক

ভূমিকম্পের আতঙ্ক যেন কাটছেই না দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায়। গত শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। পরদিন আবারও প্রায় আগের স্থানে এর ‘আফটার শক’- এর মৃদু কম্পন অনুভূত হয়। এর রেশ না কাটতেই প্রতিবেশী মিয়ানমারে আঘাত হেনেছে ভূমিকম্প।  

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূকম্পন আঘাত হানে।

মূলত, আন্দামান সাগরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। এক সপ্তাহের মধ্যে অঞ্চলে এটি দ্বিতীয় বড় ভূমিকম্পের ঘটনা, যা ভূতাত্ত্বিক সক্রিয়তা বৃদ্ধি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে।

ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পে অন্তত ১০ জন প্রাণ হারান। এর প্রভাব অনুভূত হয় বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা-হাওড়াসহ বেশ কিছু এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version