আন্তর্জাতিক

ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়: পররাষ্ট্র উপদেষ্টা

Published

on

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের বিশেষ অধিবেশনে তিনি এ বক্তব্য দেন।তিনি সোমালিয়ার একটি অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতির বিষয়টি আন্তর্জাতিক আইনবিরোধী উল্লেখ করে এর নিন্দা জানান এবং সোমালিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। তৌহিদ হোসেন বলেন, একতরফা সিদ্ধান্ত বা অবৈধ উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য নয়; ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতার ভিত্তিতেই বৈশ্বিক সিদ্ধান্ত হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version