সারাদেশ

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

Published

on

খুলনা মহানগর দায়রা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের গুলিতে সম্রাট (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) রাত প্রায় ৯টার দিকে খুলনার লবণচরা থানাধীন জিন্নাপাড়া মোড়ে সন্ত্রাসীদের গুলিতে  আহত হন ওই যুবক। এর আগে একই ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়।

তিনি খুলনা শিপইয়ার্ডে পিয়ন হিসেবে কর্মরত। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন, বর্তমানে সেখানে  চিকিৎসাধীন রয়েছেন সম্রাট।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সম্রাট একটি দোকানে বসে থাকাকালে মুখোশধারী তিন-চারজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি তিনি হাত দিয়ে ঠেকালে কব্জিতে লাগে। পরে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি)  হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একজন চিকিৎসক জানান, গুলিটি তার ডান কব্জি ভেদ করেছে। অস্ত্রের আঘাতে মাথায় ক্ষত রয়েছে, শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে হাজিরা শেষে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন নামে দুই ব্যক্তি আদালতের গেটের সামনে মোটরসাইকেলে বসে কথা বলছিলেন তারা। ঠিক সে সময় ৪-৫টি মোটরসাইকেলে ছয় যুবক এসে তাদের ঘিরে ধরে গুলি ও কুপিয়ে হত্যা করে । এ ঘটনার পর রাতেই জিন্নাপাড়ায় নতুন হামলার ঘটনায় নগরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version