জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে দিনব্যাপী ‘Fundamentals of Qualitative Research’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, আমি যতদূর জানি এই কর্মশালার সম্পদ ব্যক্তি সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকগণকে অনুুুরোধ করছি আপনারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে রিসোর্স পার্সনের উত্তরের মধ্য দিয়ে কর্মশালাটি অংশগ্রহণমূলক করে ফলপ্রসূ করবেন। আমি আশা করি আপনারা এই কর্মশালার মাধ্যমে অনেক উপকৃত হবেন এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে মানসম্মত গবেষণা প্রবন্ধ তৈরি করে বিশ্বের বিভিন্ন খ্যাতিমান জার্নালে প্রকাশ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ।
কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদসহ অন্যান্য অনুষদেরও শিক্ষকরা অংশ নেন।