ইবি প্রতিনিধি
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের ব্যবস্থাপনায় ১৭তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) ঢাকা জাতীয় স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বিজয়ীদের মাঝে ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় যথাক্রমে মো. মোশারফ হোসেন, রাকিবুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনী এবং এম রাকিবুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে, যথাক্রমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে।
এদিন বিকাল সাড়ে ৩ টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মো. নাঈম আশফাক চৌধুরী। সঞ্চালনা করেন প্রতিযোগিতার কম্পিটিশন ডাইরেক্টর ও ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মো. শাহ আলম।
জানা যায়, দেশের অন্যতম বৃহৎ ও বর্ণাঢ্য এই ক্রীড়ানুষ্ঠানে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ২৬টি, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ ৭টি বিশ্ববিদ্যালয়, শারীরিক শিক্ষা কলেজ- ৩টি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ জেল, বাংলাদেশ পুলিশ, বিজিবি, বিকেএসপি-সহ মোট ৪৩টি সংস্থার ৪৬৭জন এ্যাথলেট অংশগ্রহণ করছে।