ক্যাম্পাস

জুবায়েদ হত্যার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ, খনিদের ফাঁসির দাবি

Published

on

ইবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

আজ রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিলে ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ’শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ’নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রদলের সদস্য-সচিব মাসুদ রুমি মিথুন বলেন, ইন্টেরিম সরকারকে বলতে চাই— জুবায়েদ হত্যার সাথে জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার করতে হবে। ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ খুনিদেরকে এখনো ধরা হয়নি। আমরা এই সরকারকে, এ প্রশাসনকে আর বেশি সময় দিবো না, অতি দ্রুত সাজিদের খুনিদের ও জুবায়েদ হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে।

এসময় ইবি শাখা ছাত্রদলের আহ্বাহক সাহেদ আহম্মেদ বলেন, আমরা জুলাই পরবর্তী একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু এর পরিবর্তে একের পর এক ছাত্রদল নেতাদের হত্যা করা হচ্ছে। ঢাবির ছাত্রদল নেতা সাম্যকে হত্যার পর আজ জবিতে ছাত্রদল নেতা জুবায়েদকে হত্যা করা হয়েছে।জুবায়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ব্যাপারে তিনি বলেন, সাজিদ হত্যার ৩ মাস পেরোলেও এখনও বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন খুনিদের খুঁজে বের করতে পারেনি। সাজিদের হত্যাকারীদের গ্রেফতার না করা অবদি আমরা রাজপথ ছেড়ে যাবো না।

দেশব্যাপী অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় যে পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে তা পতিত স্বৈরাচার সরকারের কাজ। আমাদের সকলকে সর্বদা সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, আমরা সাজিদ হত্যার বিচার চাই। অন্যথায় আমরা শাটডাউনের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো। ইবি প্রশাসন বিচার করতে না পারলে তাদেরকে ক্যাম্পাসের আম বাগানে বা মেইন গেটের বাহিরে অফিস করতে হবে। আপনারা কোন জুজুর ভয়ে খুনিদের এখনো গ্রেফতার করছেন না তা ইবির ১৮ হাজার শিক্ষার্থীরা জানতে চায়।

হলে সিট বরাদ্দের ব্যাপারে অভিযোগ করে তিনি বলেন, নির্দিষ্ট ৪ বিভাগ ব্যতীত আর কোনো বিভাগের শিক্ষার্থীরা ফাইনাল ইয়ারের থাকলেও সিট পায় না। হল প্রশাসন ও প্রভোস্ট আমাদের বারবার মেধার ভিত্তিতে সিট দেয়ার আশ্বাস দিয়েও তা রাখেনি।

ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু ও সকল দাবি ও খুনিদের বিচার না হলে প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলে জানান আহ্বায়ক সাহেদ আহম্মেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version