top1

ঢাবিতে বিকৃত যৌনাচারের দায়ে আটক শিক্ষকের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি

Published

on

ডেস্ক নিউজ  

দীর্ঘদিন ধরে পুরুষ শিক্ষার্থীদের সাথে বিকৃত যৌনাচারের অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমের শাস্তি নিশ্চিত ও চাকরি হতে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাবির রাজু ভাষ্কর্যের পাদদেশে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরবর্তীতে, বিক্ষোভ নিয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে তারা। দাবি মানার আগপর্যন্ত কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছেন তারা।

এসময় শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, অভিযুক্ত শিক্ষক সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে লজ্জিত করেছেন। তিনি নৈতিক ও সামাজিক অবক্ষয়ের পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এজন্য তাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। 

একইসাথে, তাকে বিশ্ববিদ্যালয়ের সকল দায়িত্ব থেকে অব্যাহতিসহ চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান ডাকসুর জিএস। এছাড়াও, ভুক্তভোগী শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আহ্বান জানান। 

জগন্নাথ হল সংসদের জিএস সুদীপ্ত রায় বলেন, ধর্ষণের সর্বনিম্ন শাস্তি হওয়া দরকার মৃত্যুদন্ড। সর্বোচ্চ শাস্তি অন্য কিছু হোক। ধর্ষকের পরিচয় হলো সে ধর্ষক। তার শিক্ষক বা অন্য কোন পরিচয় থাকতে পারে না।

ইতিপূর্বে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে অভিযুক্ত শিক্ষক এরশাদ হালিমকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরবর্তীতে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version