top2

ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে বোরকা নিয়ে কটুক্তির অভিযোগ

Published

on

অলটাইম ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী রিয়াদ হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যে বোরকা নিয়ে কটুক্তি ও পর্দাশীল নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ উঠেছে। তার এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে ইসলামি ছাত্রীসংস্থা।
বুধবার (২২ অক্টোবর) ছাত্রীসংস্থার ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জ্ঞাপন করা হয়।

সেখানে বলা হয়, ঢাবির ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী প্রকাশ্যে বোরকা ও পর্দাশীল নারীদের অবমাননা করে ঘৃণ্য মন্তব্য করেছে-“বোরকা বস্তার মতো” বলে তুলনা করেছে এবং পর্দাশীল নারীদের ‘মুখ দেখানোর হেডম নাই’ বলে কটূক্তি করেছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই ধরনের মন্তব্য কেবল নারীর সম্মান ও স্বাধীনতার প্রতি অবজ্ঞা নয়, বরং মুসলিম নারীর ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের উপরও সরাসরি আঘাত।

এছাড়াও তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীর প্রতি বিদ্বেষমূলক, ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে কঠোর নীতিমালা প্রণয়ন করা এবং নারী ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শনে আইনানুগ যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রিয়াদ প্রথমে মন্তব্যের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে, মন্তব্যের স্ক্রিনশট থাকার বিষয়টি জানানো হলে তিনি বলেন তার মন্তব্যের অন্য উদ্দেশ্য ছিলো। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version