ডেস্ক নিউজ
দুর্বৃত্তের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরীফ ওসমান হাদীকে দেখতে এসে ছাত্র-জনতার তোপের মুখে পড়েছেন একই আসনে বিএনপির সংসদ সদস্যপ্রার্থী মির্জা আব্বাস।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় ঢামেকের জরুরী বিভাগ থেকে হাদীকে দেখে বের হয়ে আসলে এ ঘটনা ঘটে। এ সময় ছাত্র-উৎসুক জনতাকে ‘আব্বাস—ভুয়া, চাঁদাবাজ—ভুয়া, সন্ত্রাসী–আব্বাস’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
তারা এসময় তাকে অবরুদ্ধ করে রাখে। এ সময় তার সাথে ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।
পরবর্তীতে, পুলিশ ও সেনা সদস্যরা এসে জনতাকে সরিয়ে দিলে তিনি হাসপাতাল চত্বর থেকে বের হতে সক্ষম হন।