Connect with us

top1

তাড়াহুড়ো করে নামতে গিয়ে শতাধিক পোশাক শ্রমিক আহত

Published

on

গাজীপুরসহ সারাদেশে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত কয়েক সেকেন্ডের শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তেই সৃষ্টি হয় ব্যাপক আতঙ্ক। উঁচু ভবন দুলতে শুরু করলে ঘরবাড়ি, অফিস, শিল্পকারখানা, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা জায়গায় ছুটে আসে। গাজীপুরে বেশ কয়েকটি শিল্প কারখানায় শ্রমিকরা ভয়ে নামতে গিয়ে শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

মহানগরীর টঙ্গী এলাকায় ভূমিকম্পের সময় পিনাকি গার্মেন্টস এবং ফ্যাশন প্লাস গার্মেন্টস-এর শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। শ্রমিকরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে গেট এবং সিঁড়িতে প্রচণ্ড ভীড় ও হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় অনেক শ্রমিক পদদলিত হন। এঘটনায় শ্রমিকরা শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন এবং আতঙ্কে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. ওহেদুজ্জামান বলেন, বের হতে গিয়ে অনেক শ্রমিক আহত হয়েছে। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়াও মহানগরীর বাসনে বাসন থানাধীন কোজিমা লিরিক কারখানা, লীবাস টেক্সটাইল লি., হাসান তানভীর নামক কারখানা, ডে ফ্যাশন কারখানা, কোস্ট টু কোস্টু নামক কারখানা এবং জেলার শ্রীপুর থানাধীন ডেনিম্যাক ডেনিম লি. কারখানার শ্রমিকরা ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ইশরাত জাহান এনি বলেন, আমরা সবাই জানি একটা ভূমিকম্প হয়ে গেলো। ভূমিকম্প হওয়ার ১০ মিনিটের মধ্যে আমরা প্রচুর প্রেসেন্ট পাই, তাদের অধিকাংশ কারখানা শ্রমিক। তাদের মধ্যে অনেকেই ভয়ে অসুস্থ হয়েছে। আমরা অন্তত শতাধিক মানুষকে চিকিৎসা দিয়েছি এবং যাদের অবস্থা গুরুতর তাদের অন্য হাসপাতালে পাঠিয়েছি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *