ডেস্ক নিউজ
আসন্ন জাতীয় নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে প্রাথমিক ভাবে দলীয় মনোনয়ন পেয়ে গণসংযোগ করলেও পরে আবার দলীয় সিদ্ধান্তেই প্রার্থীতা থেকে সড়ে সাংবাদিক নোমানকে সমর্থন জানালেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানন মুখলেসুর রহমান।
সোমবার (১ ডিসেম্বর) নিজের ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচন থেকে সড়ে আসা ও সাংবাদিক নোমানকে সমর্থন জানানোর বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সেখানে তিনি লিখেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার ব্যাপারে আমার সাথে পরামর্শ করে আমার সম্মতিতেই সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সিদ্ধান্ত, দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত ও মেনে নিচ্ছি।
তিনি আরও লিখেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই—ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়; আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। তাই আমি নিজে এবং আমার সহকর্মীরা পূর্বের মতোই পূর্ণ শক্তি নিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাবো।
এসময় তিনি সবাইকে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমান সাহেবের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমান ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারপতি ও একজন আইন বিশেষজ্ঞের মধ্যকার স্কাইপ ফোনে কথোপকথনের বিরবণ প্রকাশ করে আলোচিত হন। ওই ঘটনা ‘স্কাইপ কেলেঙ্কারি’ হিসেবে সমালোচিত হয়। পরে নিপীড়নের আশঙ্কায় তিনি দেশ ছাড়তে বাধ্য হন। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে ফিরলেও গত জানুয়ারিতে আবারও বাইরে চলে যান নোমান।