সর্বশেষ

‘দাঁড়িয়ে প্রস্রাব’ করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা

Published

on

ঝিনাইদহে দাঁড়িয়ে প্রস্রাব করায় এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

স্থানীয়রা জানান, শুক্রবার পার্বতীপুর বাজারে হাট বসে। বিকেলে হাটের কাছাকাছি একটি সড়কের পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। রাস্তাটি দিয়ে যাওয়ার সময় বিষয়টি দেখেন হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি)। পরে তিনি ওই ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০০ টাকা জরিমানা করেন।

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি ‘দৃষ্টিকটূ’ জানিয়ে জরিমানার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান। আবার অনেকে ‘গুরুত্বপূর্ণ কাজ ফেলে’ প্রশাসনের এ ধরনের কাজে যুক্ত হওয়া নিয়ে সমালোচনা করেন।

মেহেদী হাসান নামে এক ব্যক্তি ফেসবুকে মন্তব্য করেন, সন্ধ্যা হলেই উপজেলাজুড়ে মাটি কাটার মহোৎসব চলে। অভিযোগ দিলেও ব্যবস্থা নেয় না প্রশাসন। সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করায় জরিমানা করা হাস্যকর। আতিক হাসান রাতুল নামে আরেকজন মন্তব্য করেন, সারা জেলা মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সেদিকে প্রশাসনের দৃষ্টি নেই।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, পাবলিক প্লেসে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। বিষয়টা দৃষ্টিকটু মনে হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ডবিধির ২৯১ ধারায় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম বলেন বলেন, উন্মুক্ত স্থানে প্রস্রাব করায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে বলে শুনেছি। বাজার এলাকাতো জনসমাগম এলাকা। এই কারণে তিনি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version