ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে বজ্রপাতে প্রাণ হারানো রাসেদের স্মরণে সেমিনার লাইব্রেরির নামকরণ

Published

on

ডেস্ক নিউজ 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রাসেদুল ইসলামের স্মৃতিকে চিরস্থায়ী করে রাখতে বিভাগের সেমিনার লাইব্রেরির নামকরণ করা হয়েছে তার নামানুসারে।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্বল্প আয়োজনে অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে ‘মো. রাসেদুল ইসলাম স্মৃতি সেমিনার লাইব্রেরি’-র নামফলক উন্মোচন করেন রাসেদের বাবা-মা। অনুষ্ঠানে রাসেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, রাসেদ ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষার্থী। তার অকাল মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। শিক্ষার্থীদের প্রস্তাবেই আমরা তার স্মৃতিকে অমর করে রাখতে সেমিনার লাইব্রেরির নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করি। গত ১২ অক্টোবর বিভাগের একাডেমিক কমিটির ১২৯তম সভায় বিষয়টি অনুমোদন করা হয়। আজ রাসেদের পরিবার ক্যাম্পাসে এসেছিলেন, তাদের উপস্থিতিতেই ‘মো. রাসেদুল ইসলাম স্মৃতি সেমিনার লাইব্রেরি’র উদ্বোধন করা হয়।

রাসেদের বাবা মো. রাহিনুর ইসলাম বলেন, আমার ছেলের প্রতি আপনাদের সবার এত ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। রাসেদের জন্য সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর দুপুরে কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতে প্রাণ হারান মো. রাসেদুল ইসলাম। জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে উজানচর-ঘাঘুটিয়া খেয়া পার হওয়ার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই ঘটনায় একই নৌকার আরও দুই নারীও প্রাণ হারান। রাসেদের বাড়ি কুমিল্লার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version