আইন-আদালত

নতুন করে সংবিধান লিখতে আপত্তি নাই: অ্যাটর্নি জেনারেল

সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নেই বলে মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সংবিধান নতুন করে লেখা যেতে পারে। তবে আমাদের বর্তমান সংবিধবান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রচিত হয়েছে। আমি বিশ্বাস করি, ১৯৭২ সালের এই সংবিধান বিশ্বের অন্যতম সেরা একটি সংবিধান।’

শনিবার (৫ জুলাই) ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিগত ৫০ বছরে এই সংবিধানে কাটাছেঁড়া করা হয়েছে মানুষের অধিকার হরণ করার জন্য। সেই জায়গায় আমরা মনে করি, এই সংবিধানের যে সংশোধনীগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেগুলো বাদ দিয়ে এই সংবিধানকে আরো যুগোপযোগী করার সুযোগ রয়েছে জুলাই চেতনাকে ধারণ করে।’

মব সন্ত্রাস বিচারব্যবস্থার প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ কি না? এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা বিচারব্যবস্থার প্রতি অনাস্থা নয়। মব যেটা হচ্ছে সেটা এক ধরনের ক্রোধ।

গত ১৭ বছর মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ। স্বজন হারানোর ক্রোধ; সাড়ে ৪ হাজারের বেশি গণতান্ত্রিক যোদ্ধাদের ক্রসফায়ারে হত্যার ক্রোধ; ৭০০-এর বেশি মানুষকে গুম করার ক্রোধ; ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করে আদালতে দাঁড় করানোর ক্রোধ।’

তিনি বলেন, ‘এই ক্রোধ আমরা কখনোই কামনা করি না। এই ক্রোধ অপ্রত্যাশিত, এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সঙ্গে যায় না। এই ক্রোধ যারা দেখাচ্ছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা নিজেদের সংবরণ করুন। একটি গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ গড়ার জন্য জুলাই চেতনাকে ধারণ করে আপনারা এমনভাবে বিচারের দাবি তুলুন, যে দাবি শুনলে বিচারসংশ্লিষ্ট সবাই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং এদের বিচারের আওতায় আনবেন।’

তিনি আরো বলেন, ‘নিশ্চয়ই তাদের বিচার হওয়া দরকার। তবে নুরুল হুদা যে প্রক্রিয়া মবের শিকার হয়েছেন সেই প্রক্রিয়ায় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version