বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
‘দৈত্যের ধোঁয়া’, ‘অদৃশ্য গ্লাস’— বিজ্ঞানের এমন সব মজার প্রদর্শনীতে মেতেছিল নাটোরের সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বিজ্ঞানের প্রতি তাদের কৌতুহল ও আগ্রহ বাড়াতে এই আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি)।
বৃহস্পতিবার সিংড়ায় ‘বিজ্ঞান মেলা ২০২৫ ও বিএলএসসি ২য় বিজ্ঞান অলিম্পিয়াড’ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এই ‘সায়েন্স শো এন্ড সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই আয়োজনে ক্লাবের ১২ সদস্যের একটি দল ‘লেজি বল’, ‘সিংগিং পাইপ’, ‘ফ্লেম টাচ’সহ ১০টির বেশি পরীক্ষা প্রদর্শন করে। প্রতিটি পরীক্ষা শেষে ছিল কুইজ প্রতিযোগিতা। বিজয়ীদের হাতে সঙ্গে সঙ্গে তুলে দেওয়া হয় পুরস্কার। এতে উচ্ছ্বসিত হয়ে ওঠে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানে উপস্থিত সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও স্কুলটির সভাপতি মাজহারুল ইসলাম বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আশা করি, এমন আয়োজন সারা দেশে ছড়িয়ে পড়বে এবং শিক্ষার্থীরা বিজ্ঞানমনস্ক হয়ে সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
আয়োজনে নেতৃত্ব দেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবু জুবায়ের, সুলাইমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন খন্দকার এবং প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূইয়া।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব নিয়মিতই বিভিন্ন স্কুলে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে এমন আয়োজন করে থাকে। এর আগের দিন, ৮ অক্টোবর, রাজশাহীর প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলেও তারা একটি সায়েন্স শো আয়োজন করেছিল।