আন্তর্জাতিক

নারী লেখকদের বই নিষিদ্ধ করলো আফগানিস্তান

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

তালেবান শাসিত আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। একইসাথে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক শিক্ষা কার্যক্রমকে বেআইনি ঘোষণা করা হয়েছে ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

নিষেধাজ্ঞার অংশ হিসেবে এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে নারীদের লেখা ১৪০টির মতো বই। শরিয়াবিরোধী ও তালেবান নীতির পরিপন্থী হওয়ায় মোট ৬৮০টি বই নিষিদ্ধ করেছে প্রশাসন। এছাড়াও আরও ১৮টি বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলোর সবকটিই নারী বিষয়ক।

তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপ-শিক্ষা পরিচালক জিয়াউর রহমান আরিউবি বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠানো চিঠিতে জানিয়েছেন, সিদ্ধান্তটি ‘ধর্মীয় আলেম ও বিশেষজ্ঞদের’ কমিটির পরামর্শে নেওয়া হয়েছে। পাশাপাশি ইরানি লেখক ও প্রকাশকদের বইও নিষিদ্ধ করা হয়েছে।

চার বছর আগে ক্ষমতায় ফেরার পর থেকে তালেবান একের পর এক বিধিনিষেধ আরোপ করছে। নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ষষ্ঠ শ্রেণির পর থেকে তাদের শিক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ এবং ২০২৪ সালের শেষে পেশাগত প্রশিক্ষণেও তাদের সুযোগ বন্ধ হয়েছে। কয়েকদিন আগেই অনৈতিকতা রোধে দেশজুড়ে অন্তত ১০ প্রদেশে ওয়াইফাই নিষেধ করে তালেবান প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version